কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : রজব মাসের বিশেষ ছালাত ‘ছালাতুররাগায়েব’ বলতে কোনো ছালাত আছে কি? থাকলে তা পড়ার পদ্ধতি কী?

উত্তর : ছালাতুর রাগায়েব বলতে রজব মাসে বিশেষ কোনো ছালাত কুরআন ও ছহীহ হাদীছে নেই। এমনকি কোনো ছাহাবী, তাবেঈ, তাবে-তাবেঈ থেকেও এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বরং ইহা ৪৮০ হিজরীর পরবর্তীতে আবিস্কৃত একটি বিদ‘আত (ফাতাওয়াল ইসলাম সুওয়াল-জাওয়াব, ১/৫২৫৭ পৃ.)। আর বিদ‘আত প্রত্যাখ্যাত। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেছেন যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন কোন কর্ম করলো যা আমাদের শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত হবে’ (ছহীহ বুখারী, হা/১৭১৮; মুসনাদে আহমাদ, হা/২৬২৩৪)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ‘যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করল, যা তার মধ্যে নেই, তা প্রত্যাখ্যাত’ (ছহীহ বুখারী, হা/২৬৯৭; ছহীহ মুসলিম, হা/১৭১৮; মিশকাত, হা/১৪০)।

প্রশ্নকারী : আব্দুর রহমান

পত্নীতলা, নওগাঁ।


Magazine