কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): ইমাম যখন তাশাহহুদ শেষে সালাম ফিরায়, তখন আমি কি ইমামের দুই দিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে যাব? নাকি ডানদিকে সালাম ফিরানোর পর দাঁড়িয়ে বাকি রাকআত আদায় করব? কুরআন ও হাদীছের আলোকে জানতে চাই।

উত্তর: ইমাম ডানদিকে সালাম শেষ করে বামদিকে সালাম আরম্ভ করলে মুক্তাদি উঠতে পারে অথবা দ্বিতীয় সালাম শেষ হলে উঠবে (মুগনী, ১/৩৬৯)। ইমামের প্রথম সালামের পর তার অনুসরণ করা শেষ হয়ে যায়। তবে ইমামের ছালাম ফিরানোর আগেই যদি মুক্তাদী দাঁড়িয়ে যায়, তাহলে তার ছালাত বাতিল হয়ে যাবে (আল-মাওসূআতুল ফিক্বহিয়্যাহ, ৩৭/১৬৩)।

প্রশ্নকারী: মুহাম্মদ সালমান রহমানী

জামালপুর।


Magazine