উত্তর: উক্ত হাদীছটি যঈফ। উক্ত হাদীছে উকবা বিন আব্দুল্লাহ আল-আছম নামক একজন দুর্বল রাবী থাকায় উক্ত হাদীছটি যঈফ (মাজমাউয যাওয়ায়েদ, ১০/১৮১)। হাদীছটি হলো, বুরায়দা রাযিয়াল্লাহু আনহু বলেন, নিশ্চয় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, اللَّهُمَّ اجْعَلْنِي شَكُورًا وَاجْعَلْنِي صَبُورًا وَاجْعَلْنِي فِي عَيْنِي صَغِيرًا وَفِي أَعْيُنِ النَّاسِ كَبِيرًا (আল-জামিউছ ছগীর, হা/৩০৯২; মুসনাদে বাযযার, হা/৪৪৩৯; মাজমাউয যাওয়ায়েদ, হা/১৭৪১২)।
প্রশ্নকারী: আইয়ুব বিন আব্দুল্লাহ
ঢাকা।