কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : দুই সিজদার মাঝখানের দুআ পড়েছি কি পড়িনি এরূপ সন্দেহ হলে অথবা পড়তে ভুলে গেলে করণীয় কী, সাহু সিজদা দিতে হবে কি?

উত্তরদুই সিজদার মাঝের দুআ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাহাবী রযিয়াল্লাহু আনহুম থেকে শুরু করে পরবর্তী ইমামগণ পাঠ করতেন। তাই গুরুত্ব সহকারে এই দুআ পাঠ করা উচিত। তবে কারণবসতঃ পড়তে না পারলে কিংবা ভুলবসতঃ ছুটে গেলে সাহু সিজদা লাগবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসকল কারণে সাহু সিজদা করেছেন এটি তার অন্তর্ভুক্ত নয়। সাধারণত যে কারণে সাহু সিজদা দিতে হয় তা হচ্ছে- ১. ছালাত পূর্ণ হওয়ার পূর্বে সালাম ফেরালে ২. তাশাহহুদ ছুটে গেলে ৩. রাকআতে কম-বেশি হলে ৪. ছালাতের মাঝে সন্দেহ হলে (যাদুল মা‘আদ, ১/১৬৯ পৃ.)।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

রাজশাহী।

 

Magazine