কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠের মধ্যে বিশেষ কোন ফযীলত আছে কি?

উত্তর : সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠের মধ্যে তেলাওয়াতের নেকী ব্যতীত বিশেষ কোনো ফযীলত নেই। তাছাড়া সকাল ও সন্ধ্যায় সূরা হাশরের শেষ তিন আয়াত পাঠের ফযীলত উল্লেখ করে যে হাদীছটি বর্ণিত হয়েছে তা অত্যন্ত যঈফ (তিরমিযী, হা/২৯২২; মিশকাত, হা/২১৫৭)।

প্রশ্নকারী : আব্দুল আহাদ

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী।


Magazine