কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন(২৬) : শখের বশে কুকুর পোষা বৈধ কি?

উত্তর: পাশ্চাত্য সভ্যতায় প্রভাবিত হয়ে শখের বশে বাড়িতে কুকুর পোষা বৈধ নয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং সে ঘরেও নয়, যে ঘরে ছবি বা মূর্তি থাকে’ (ছহীহ বুখারী, হা/৩২২৫; ছহীহ মুসলিম, হা/২১০৬; মুসনাদে আহমাদ, হা/৮১৫; মিশকাত, হা/৪৪৮৯)। ‘যে ব্যক্তি এমন কুকুর পোষে, যা শিকারের জন্য নয়, পশু রক্ষার জন্য নয় এবং ক্ষেত পাহারার জন্যও নয়, সে ব্যক্তির নেকি থেকে প্রত্যেক দিন (এক অথবা দুই ক্বীরাত পরিমাণ ছওয়াব কমে যায়’ (ছহীহ বুখারী, হা/৫৪৮০; ছহীহ মুসলিম, হা/১৫৭৫)।

প্রশ্নকারী : আব্দুস সাত্তার

নোয়াখালী।


Magazine