কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : তিন রাকআত বিশিষ্ট বিতর ছালাতের দ্বিতীয় রাকআত শেষে তৃতীয় রাকআত শুরুর সময় রাফউল ইয়াদায়েন করতে হবে কি?

উত্তর : তিন রাকআত বিশিষ্ট বিতর ছালাতের দ্বিতীয় রাকআত শেষে তৃতীয় রাকআত শুরুর সময় রাফঊল ইয়াদায়েন করতে হবে না। কারণ তৃতীয় রাকআতটি দ্বিতীয় রাকআতের বৈঠকের পরে হয় না; যেমনটি তিন বা চার রাকআত বিশিষ্ট ছালাতের ক্ষেত্রে হয়ে থাকে। আবার তিন রাকআত একটানা পড়লে দ্বিতীয় রাকআত থেকে উঠে তৃতীয় রাকআতে দাঁড়ানোর সময় রাফউল ইয়াদায়েন করার প্রমাণ রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম, তাবেঈ ও তাবে-তাবেঈদের থেকে প্রমাণিত নয়।

 প্রশ্নকারী : সাইফুল ইসলাম

রানীরবন্দর, দিনাজপুর।

Magazine