কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): মৃত্যুর সময় যমযমের পানি খাওয়ালে সেই ব্যক্তি কি জান্নাতী হবে?

উত্তর: যমযমের পানি আল্লাহর দেওয়া এক বিশেষ নেয়ামত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করেছেন। তার মাঝে রয়েছে তৃপ্তিকর খাবার ও অসুস্থতার আরোগ্য। আবূ যার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ‍ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় তা (যমযমের পানি) বরকতপূর্ণ। তা তৃপ্তিকর খাদ্য এবং রোগ নিরাময়ের ঔষধ’ (আল-মু‘জামুছ ছগীর, হা/২৯৫)। তবে মৃত্যুর সময় যমযমের পানি পান করলে জান্নাতী হবে এটি একটি ভুল ধারণা; বরং তার আমল ও আক্বীদার উপর জান্নাত-জাহান্নাম নির্ধারিত হবে।

প্রশ্নকারী : শাহিন

ফুলবাড়ী, দিনাজপুর।


Magazine