কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯) : জনৈক বক্তা বলেন, ক্বদরের রাতে মানুষের বার্ষিক রিযিক, হায়াত, মউত ইত্যাদি নির্ধারণ করা হয়। উক্ত বক্তব্য কি সঠিক?

উত্তর : হ্যাঁ, উক্ত বক্তব্য সঠিক। ক্বদরের রাতে মানুষের আগামী এক বছরের রিযিক, হায়াত, মউত ইত্যাদি বণ্টন করা হয়। মহান আল্লাহ বলেন, ‘আমরা একে (কুরআন) নাযিল করেছি এক বরকতময় রাতে, নিশ্চয় আমরা সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়’ (সূরা আদ-দুখান, ৪৪/৩-৪)। এখানে প্রজ্ঞাপূর্ণ বিষয় বলতে আগামী এক বছরের জন্য মানুষের হায়াত, রিযিক ইত্যাদি নির্ধারণ উদ্দেশ্য (তাফসীর ইবনু কাছীর, ৭/২২৬)।

প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক

জামালপুর।


Magazine