কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৭): আমার পেশা হলো কম্পিউটার টাইপিং ও ফটোকপি। পেশাগত কারণে আমাকে অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন- পূজার দাওয়াতপত্র ইত্যাদি টাইপ করতে হয়। এর দ্বারা অর্জিত আয় কি আমার জন্য হালাল হবে?

উত্তর: অমুসলিমদের ধর্মীয় কোনো উৎসবের কার্ড টাইপিং বা ছাপানোর মাধ্যমে প্রস্তুত করে দেওয়া কিংবা কার্ড প্রস্তুত করে দিয়ে অর্থ উপার্জন বৈধ নয়। কেননা এক্ষেত্রে বিধর্মীদের শিরক ও কুফরের কাজে সহায়তা করা হয়। আর শিরক ও কুফরের কাজে সহায়তা করা ইসলামী শরীআতে নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘নেককাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী : শরীফ আহমাদ

এনায়েতপুর, সিরাজগঞ্জ।


Magazine