কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫): আমার মোহরানার টাকা এখনও আমার বউকে সব দিতে পারিনি। তাই আমিচিন্তা করছি যে, কিছু ঘরের আসবাবপত্র কিনে দিয়ে সেই টাকা মোহরানা হিসাবেধরব। আমার বউ এটাতে রাজী। তাহলে কি শরীআতেরদৃষ্টিতেআমার টাকা পরিশোধহবে?

উত্তরস্ত্রী রাজী থাকলে এমনটি করাতে কোনো বাধা নেই। আল্লাহ তাআলা বলেন, ‘আর তোমরা নারীদেরকে তাদের মোহর মনের সন্তোষের সাথে প্রদান করো। অতঃপর সস্তুষ্টচিত্তে তারা মোহরের কিছু অংশ ছেড়ে দিলে তোমরা তা স্বাচ্ছন্দ্যে ভোগ করো’ (আন-নিসা, ৪/৪)।

প্রশ্নকারী: মো. রুহুল আমিন

চাটমোহর, পাবনা।

Magazine