কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : জামাআতে ছালাত আদায় করার সময় ইমাম দুইদিকে সালাম ফিরানোর পর মুছল্লী সালাম ফিরাবে নাকি ইমাম একদিকে সালাম ফিরানোর পর মুছল্লীও একদিকে সালাম ফিরাবে?

উত্তর : জামাআতে ছালাত আদায় করার সময় ঈমামের সালামের পিছে পিছে ডানে ও বামে মুক্তাদী সালাম ফিরাবে। আবু হুরায়রা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ইমাম এজন্য নির্ধারিত হয়েছেন যেন তার অনুসরণ করা হয়’ (আবূ দাঊদ, হা/৯৭৩, ৫১১; নাসাঈ, হা/৯২১; ইবনু মাজাহ, হা/৮৪৬; মিশকাত, হা/৮৫৭)। অর্থাৎ ইমামের আগে বা সাথে সাথে বলা যাবে না। উল্লেখ্য যে, ইমামের সাথে মুক্তাদীর চার অবস্থা রয়েছে। সেগুলো হলো- ১. ইমামের আগে বেড়ে কিছু করা, এটা হারাম। ২. ইমামের সাথে সাথে রুকূ-সিজদা ইত্যাদি করা, এটি করাও হারাম। কোনো কোনো বিদ্বান বলেছেন, এটা হারাম নয় বরং এটা মাকরূহ। তবে এটা যদি তাকবীরে তাহরীমার সময়ে হয়, তবে তার ছালাত হবে না। পুনরায় ছালাত আদায় করা তার উপর ওয়াজিব। ৩. ইমামের অনুসরণ করা অর্থৎ ইমামের পরপর দেরী না করে তার অনুসরণ করা। এটা হচ্ছে সুন্নাত পদ্ধতি। ৪. ইমামের পিছনে অতিরিক্ত দেরী করে ইমামের অনুসরণ করা। এটা সুন্নাত বহির্ভুত কাজ।

প্রশ্নকারী :  পারভেজ

লক্ষীপুর।


Magazine