উত্তর : ইমাম উঁচু স্থানে এবং মুক্তাদী নিচু স্থানে দাঁড়িয়ে ছালাত আদায় করা যাবে না। আদি ইবনু ছাবেত রাহিমাহুল্লাহ জনৈক ব্যক্তির সূত্রে বর্ণনা করেছেন যে, একদা আম্মার ইবনু ইয়াসির রাযিয়াল্লাহু আনহু-এর সাথে মাদায়েনে ছিলেন। ছালাতের জন্য ইক্বামত দেয়া হলে আম্মার রাযিয়াল্লাহু আনহু একটি দোকানের উপর (উঁচু স্থান) দাঁড়িয়ে ছালাতের ইমামতি করতে যান, মুক্তাদীগণ নিচু স্থানে দন্ডায়মান ছিলেন। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু অগ্রসর হয়ে আম্মার রাযিয়াল্লাহু আনহু-এর হাত ধরে তাকে নীচে নামিয়ে আনেন। আম্মার রাযিয়াল্লাহু আনহু ছালাত শেষ করলে হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু তাকে বলেন, আপনি কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেননি, যখন কোনো ব্যক্তি কোন সম্প্রদায়ের ইমামতি করবে, সে যেন সমাগত মুছল্লী হতে কোনো উঁচু স্থানে দন্ডায়মান না হয়? তখন ‘আম্মার রাযিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, এ জন্যেই তো আপনি যখন আমার হাত ধরেছেন আমি আপনার অনুসরণ করেছি (নেমে এসেছি) (আবূ দাউদ, হা/৫৯৮)। তবে উপরে ইমামের সাথে দুই-এক কাতার দাঁড়ালে নিচে থাকা মুসল্লিদের ছালাত জায়েয হবে।
-জুয়েল বিন মনিরুল ইসলাম
পত্নীতলা, নওগাঁ।