উত্তর: মুসলিমরা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না’ (আন-নিসা, ৪/১৪৪)। তিনি আরও বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ইয়াহূদী ও নাছারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পর পরস্পরের বন্ধু’ (আল-মায়েদা, ৫/৫১)। তবে তাদের সাথে সদাচরণ করা যাবে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ তোমাদেরকে সেইসব লোকের প্রতি সদ্ব্যবহার ও ন্যায়বিচারে নিষেধ করেন না, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করে না এবং তোমাদেরকে তোমাদের ঘর থেকে বের করে দেয় না। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। তবে আল্লাহ তোমাদের নিষেধ করেন তাদের সাথে বন্ধুত্ব করতে, যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধ করেছে, তোমাদেরকে দেশ থেকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করতে সহায়তা করেছে’ (আল-মুমতাহিনা, ৬০/৮-৯)।
প্রশ্নকারী : শহীদ আলম
রাজশাহী।