উত্তর: একটানা তিন রাকআত বিতর পড়তে হবে, এ হাদীছই ছহীহ। আয়েশা রাযিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের দুই রাকআতসহ সর্বমোট তোরো রাকআত ছালাত আদায় করতেন। দুই দুই রাকআত করে ছয় রাকআত এবং বিতর পাঁচ রাকআত, এর সর্বশেষ রাকআত ছাড়া তিনি মাঝখানে বসতেন না (আবূ দাঊদ, হা/১৩৫৯)। অন্য বর্ণনায় আছে, তিনি তিন রাকআত বিতর পড়তেন, এর সর্বশেষ রাকআত ছাড়া মাঝখানে বসতেন না (বায়হাকী, হা/৪৮৬৬)। আর বিতরে দুই রাকআত পড়ার পর বৈঠক করা ও মাগরিবের ছালাতের ন্যায় আদায় করার ব্যাপারে বর্ণিত হাদীছটি যঈফ। বরং রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর ছালাতকে মাগরিবের ছালাতের মতো করে আদায় করতে নিষেধ করেছেন (দারাকুৎনী, হা/১৬৫০)।
প্রশ্নকারী : মিজানুর রহমান ভূইয়া
ময়মনসিংহ সেনানিবাস।