কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): মুনাজাত শেষে মুখ মাসাহ করা যাবে কি?

উত্তর: যাবে না। মুনাজাত শেষে মুখমণ্ডল মাসাহ করার ব্যাপারে কোনো ছহীহ বর্ণনা পাওয়া যায় না। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা হাতের পৃষ্ঠের দ্বারা নয় বরং হাতের তালুর দ্বারা আল্লাহর কাছে চাইবে। অতঃপর দু‘আ শেষে তোমাদের হাতের তালু দিয়ে নিজের চেহারা মুছবে’ (আবূ দাঊদ, হা/১৪৮৫)। মুহাম্মাদ বিন কা‘ব থেকে এ হাদীছ কয়েক সূত্রে বর্ণিত হয়েছে। তবে সবগুলোয় নিতান্তই দুর্বল। এ হাদীছের দুর্বলতার ব্যাপারে সকলেই একমত (খুলাছাতুল আহকাম, ১/৪১৬)। সুতরাং তা দলীল হিসেবে গ্রহণযোগ্য নয়। অতএব, দু‘আ শেষে হাত মুখে না মুছে হাত ছেড়ে দিবে।

প্রশ্নকারী : নাঈম ইসলাম

চাঁপাই নবাবগঞ্জ।


Magazine