উত্তর: তওবার শর্ত পূরণ করে খালেছ অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহর সাথে সম্পৃক্ত যে কোনো বড় পাপ তওবার মাধ্যমে ক্ষমা হবে ইনশা-আল্লাহ। মহান আল্লাহ বলেন, ‘বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ; আল্লাহর অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু’ (আয-যুমার, ৩৯/৫১)। আর তওবার শর্ত হলো, সেই পাপ কাজ ছেড়ে দিতে হবে, পাপের জন্য অনুতপ্ত হতে হবে আর ভবিষ্যতে সেই পাপ কাজে ফিরে না যাওয়ার দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আর সেই পাপ যদি কোনো বান্দার হক্বের সাথে জড়িত হয়, তাহলে আরেকটি শর্ত হলো, সেই হক্ব বান্দার নিকট ফিরিয়ে দিতে হবে (রিয়াদুস ছালেহীন, তওবা অধ্যায়)।
প্রশ্নকারী : আব্দুল জব্বার
চাঁপাই নবাবগঞ্জ।