কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : পুরুষ ব্যক্তি মারা গেলে মহিলারা দেখতে পারবে কি? আর মহিলারা মারা গেলে পুরুষরা দেখতে পারবে কি?

উত্তর : আয়েশা রযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা জীবিত অবস্থায় তার হাড় ভাঙ্গার ন্যায় (আবূ দাউদ, হা/৩২০৭; মিশকাত, হা/১৭১৪)। অত্র হাদীছের ব্যাখ্যায় ইবনু হাযার রহিমাহুল্লাহ বলেন, এই হাদীছ থেকে বুঝা যায় যে, মৃত্যুর পরে মুমিন ব্যক্তির সম্মান ঐরূপ অবশিষ্ট থাকে যেরূপ জীবিত অবস্থায় ছিল (ফাতহুল বারী, ৯/১১৩ পৃ.)। সুতরাং প্রমাণিত হয় যে, জীবিত অবস্থায় মাহরাম ও গায়রে মাহরামের বিধান যেমন কার্যকর মৃত্যুর পরেও তা বহাল থাকে। তাই কোনো নারী মৃত্যুবরণ করলে, নারী ও মাহরাম পুরুষ ব্যতীত কেউ তাকে দেখতে পারবে না। আর পুরুষ ব্যক্তি মারা গেলে মাহরাম নারী ও পুরুষ ব্যতীত কেউ তাকে দেখতে পারবে না। মৃত ব্যক্তির আবৃত শরীর দেখা জীবিত নারীর আবৃত শরীর দেখার নামান্তর (লাজনা দায়েমা, ২৪/৪২৩ পৃ.)।

প্রশ্নকারী : শরিফুল ইসলাম

ঝিনাইদাহ।


Magazine