কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৭) : বিয়ের পর যদি স্বামী জানতে পারে যে, তার স্ত্রীর অন্য কারো সাথে হারাম সম্পর্ক ছিল এবং সেখানে একাধিকবার সে ব্যভিচারও করেছে।কিন্তু মেয়ের পরিবার যখন ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে ঠিক করে তখন মেয়ে ভালো ফিউচার পাবার আশাতে সেই পুরুষকে রেখে যার সাথে বিয়ে ঠিক হয় তাকেই বিয়ে করে নেয়। কিন্তু যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে এগুলো জানতে পারেনি। এমতাবস্থায় বিয়েটা কি জায়েজ হবে?

উত্তর : এ অবস্থাতে বিবাহ সঠিক হয়েছে। কেননা বাহ্যিকতার ওপর বিধান কার্যকর হয়। আর ভিতরের বিষয় আল্লাহ তাআলা ভালো জানেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘মানুষের অন্তর চিরে দেখার জন্য আমাকে নির্দেশ দেয়া হয়নি’ (ছহীহ মুসলিম, হা/১০৬৪)। বিবাহের পরে কারো মাধ্যমে যদি স্ত্রীর চারিত্রিক দুর্বলতা প্রকাশ পায়, তবুও স্বামীর জন্য এই বিষয়টি প্রকাশ করা সঠিক হবে না। কেননা এই বিষয়টি প্রমাণ ছাড়া প্রকাশ করলে তার ওপর শক্ত বিধান কার্যকর হবে। অতএব, এই অবস্থাতে স্ত্রীর চারিত্রিক দুর্বলতার কথা প্রকাশ না করে, বরং ধৈর্যের পরিচয় দিয়ে সংসার চালিয়ে যাওয়াই ভালো হবে।

প্রশ্নকারী : রাশেদ

 ঢাকা


Magazine