কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : যারা তাক্বদীরকে অস্বীকার করে, ইসলামে তাদের বিধান কী?

উত্তর: তাক্বদীরকে অস্বীকারকারী কাফের। কেননা ঈমানের ছয়টি রুকন রয়েছে, যেগুলোর ওপর ঈমান ছাড়া কেউ মুমিন হতে পারবে না। এগুলোর কোনো একটির ওপর কেউ যদি ঈমান না আনে, তাহলে সে কাফের বলে গণ্য হবে। সেগুলোর অন্যতম একটি বিষয় হলো, তাক্বদীরের ওপর ঈমান আনা। যে ব্যক্তি তাক্বদীরকে অস্বীকার করে সে মূলত কুরআনের অগণিত আয়াতকে অস্বীকার করল। আর কুরআনের আয়াত অস্বীকার করা কুফুরী। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আমি প্রতিটি বস্তু নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছি’ (আল-ক্বামার, ৫৪/৪৯)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সে ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না, যে তাক্বদীরের ভালো-মন্দের উপর বিশ্বাস স্থাপন করে না’ (মুসনাদে আহমাদ, হা/৬৭০৩)। সুতরাং যারা তাক্বদীরকে অস্বীকার করে তারা মুসলিম নয়।

 প্রশ্নকারী : সোহেল রানা

বগুড়া।


Magazine