কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): স্কুটি বা মোটরসাইকেল চালিয়ে মহিলারা কি তাদের অফিসে যেতে পারবে?

উত্তর: মহিলাদের এমন কর্মস্থলে চাকরি করা জায়েয নয়, যেখানে শারঈ পর্দা মেনে চলা সম্ভব হয় না কিংবা পরপুরুষের সাথে সার্বক্ষণিক কথাবার্তা বলা প্রয়োজন হয়। শারঈ পরিবেশ রয়েছে এমন অফিসে যদি চাকুর করে, তাহলে নিজে ড্রাইভ করে কোনো যানবাহনে যাওয়া উচিত নয়। কেননা এধরনের কাজে পুরুষের সাদৃশ্য চলে আসে এবং এতে প্রকারান্তরে তাদের বেহায়াপনা প্রকাশ পায়। আল্লাহ প্রকাশ্য ও গোপন যাবতীয় বেহায়াপনাকে নিষিদ্ধ করেছেন (আল-আ‘রাফ, ৭/৩৩)। এমনকি এরূপ কাজের নিকটবর্তী হতেও নিষেধ করেছেন (আল-আনআম ৬/১৫৩)। আবার মহিলারা গাড়ি, মোটরসাইকেল চালালে তাদের দিকে পুরুষের কুদৃষ্টি পড়তে পারে। তবে তাদের স্বামী, পিতা, ভাই বা ছেলে এধরনের কোনো মাহরাম পুরুষ তাকে তার কর্মস্থলে রেখে আসবে।

প্রশ্নকারী : জোবায়ের আহমেদ

বাজিতপুর, কিশোরগঞ্জ।


Magazine