কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : আমি একজন সেনা সদস্য। যখন আমাদের ট্রেনিং চলে তখন মাইলের পর মাইল পথ হাঁটতে হয়। আমার প্রশ্ন, ঐরকম পরিস্থিতিতে হাঁটা অবস্থায় যদি আমি ছালাত আদায় করি, তাহলে রুকূ সিজদা করব কীভাবে?

উত্তর : সরকারিভাবে ছালাতের সময়ের প্রতি লক্ষ রেখেই ট্রেনিংয়ের সময়সূচি নির্ধারণ করা উচিত। কেননা ছালাত নির্দিষ্ট সময়েই ফরয। আল্লাহ বলেন,إِنَّ الصَلاَةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا ‘নিশ্চয়ই ছালাত নির্ধারিত সময়েই আদায় করা মুমিনদের উপর ফরয’ (আন-নিসা ৪/১০৩)। যুদ্ধ কিংবা জীবন-মরণ বা শারঈ ওযর ব্যতীত হাঁটতে হাঁটতে ছালাত আদায় করা জায়েয হবে না। তাছাড়া ছালাতে রুকূ, সিজদা করা ছালাতের অন্যতম রুকন, যা শারঈ ওযর ব্যতীত ত্যাগ করলে সেই ছালাত বাতিল বলে গণ্য হবে। আর ট্রেনিং শারঈ কোনো ওযর নয়। সুতরাং ওয়াক্তের মধ্যেই সঠিকভাবে ছালাত আদায় করার চেষ্টা করতে হবে। তবে একান্ত সম্ভব না হলে যোহর-আছরকে একত্রে এবং মাগরিব-এশাকে একত্রে জমা করে আদায় করতে পারে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর হালকা করার জন্য বৃষ্টি কিংবা ভয় ছাড়াই যোহর-আছর ও মাগরিব-এশাকে একত্রে আদায় করেছেন (তিরমিযী, হা/১৮৭)।

প্রশ্নকারী : মো. মেসবাহুল হক

বৈদেশিক মিশন থেকে।


Magazine