কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩) : সংবিধানের নিয়মে ‘ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামী রাষ্ট্রপতির নিকটে প্রাণভিক্ষা চাইতে পারে’। এরূপ প্রাণভিক্ষা চাওয়া কি শরীআত সম্মত?

উত্তর : পবিত্র কুরআন ও ছহীহ হাদীছ অনুযায়ী সিদ্ধান্ত হলে কেউ ক্ষমা করতেও পারবে না এবং কেউ ক্ষমা চাইতেও পারবে না। উসামা রযিয়াল্লাহু আনহু এক জন মহিলার চুরির শাস্তি ক্ষমার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট সুপারিশ করলে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে অস্বীকার করে বলেন, উসামা! তুমি কি আল্লাহর নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করছ? (ছহীহ বুখারী, হা/৩৪৭৫; ছহীহ মুসলিম, হা/১৬৮৮)। তবে সামাজিকভাবে কারও মৃত্যুদণ্ড হলে রাষ্ট্রপতি বা কোনো দায়িত্বশীল ক্ষমা করে দিতে পারে। কিন্তু দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোনো মানুষের কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে না। কেননা হায়াত-মউতের মালিক আল্লাহ (আল-বাক্বারা, ২/২৫৮)।

প্রশ্নকারী : ফরিদুল ইসলাম

 বাগমারা, রাজশাহী।


Magazine