কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১): স্বামী-স্ত্রী দুইজনে বাড়িতে জামাআত সহকারে ছালাত আদায় করলে জামাআতের নেকী পাবে কি?

উত্তর: পুরুষদেরকে মসজিদে গিয়ে জামাআতের সাথে ছালাত আদায় করতে হবে। যারা জামাআতে আসে না, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ইচ্ছা করেছেন (ছহীহ বুখারী, হা/৬৪৪)। তবে কারণবশত কারো বাড়িতে ছালাত আদায় করা লাগলে স্ত্রীর সাথে জামাআত করে ছালাত আদায় করলে জামাআতের নেকী পাবে (ছহীহ বুখারী, হা/৬৪৫-৬৪৬)। উল্লেখ্য, এমতাবস্থায় স্বামী সামনে দাঁড়াবে আর তার পিছনে দাঁড়াবে।

প্রশ্নকারী : মুশফিকুর রহমান

বগুড়া।


Magazine