উত্তর : ছালাত শুদ্ধ হওয়ার জন্য শুধু সূরা ফাতেহা পড়াই যথেষ্ট। কেননা ছালাতে সূরা ফাতেহা পড়া ফরয। যদি কেউ তা পাঠ না করে তাহলে তার ছালাত হবে না। উবাদা ইবনু ছমেত রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ছালাতে সূরা ফাতেহা পড়ল না তার ছালাত হলো না’ (ছহীহ বুখারী, হা/৭৫৬; মিশকাত, হা/৮২২)| আর অতিরিক্ত ক্বিরআত করা সু্ন্নাহ। ছালাতের সুন্নাহ ছেড়ে দিলে ছালাত শুদ্ধ হয়ে যাবে, তবে ছওয়াব কম হবে। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক ছালাতেই ক্বিরআত পড়া হয়। তবে যেসব ছালাত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শুনিয়ে পড়েছেন, আমরাও তোমাদের শুনিয়ে পড়ব। আর যেসব ছালাতে আমাদেরকে না শুনিয়ে পড়েছেন, আমরাও তোমাদেরকে না শুনিয়ে পড়ব। যদি তোমরা সূরা ফাতেহার পরে আরো অধিক আয়াত পাঠ না কর তবুও ছালাত হয়ে যাবে। আর যদি অধিক আয়াত পাঠ কর তাহলে সেটাও তোমার জন্য উত্তম হবে (ছহীহ বুখারী, হা/৭৭২; ছহীহ মুসলিম, হা/৩৯৬)|
উল্লেখ্য যে, ছালাত হয়ে যাবে মনে করে ফাতেহার সাথে অন্য সূরা পাঠ না করা সুন্নাহ বহির্ভূত আমল।
প্রশ্নকারী : সাইফুল ইসলাম