কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮): রাশি গণনা করা ও তার প্রতি বিশ্বাস করা কি শরীআতসম্মত?

উত্তর: রাশি গণনা করা ও তার প্রতি বিশ্বাস করা শিরক। এতে চল্লিশ দিনের ছালাত কবুল হবে না। হাফছা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি গণকের কাছে যায় এবং (তার কথা সত্য ভেবে) তাকে কোনো কথা জিজ্ঞেস করে, তার চল্লিশ দিনের ছালাত কবুল হয় না’ (ছহীহ মুসলিম, হা/২২৩০; ছহীহুল জামে, হা/৫৯৪০)।

প্রশ্নকারী :নাম প্রকাশে অনিচ্ছুক

Magazine