উত্তর : কোনো মানুষ মৃত্যুর পর তার আত্মা ৪০ দিন নয়, বরং ক্বিয়ামত পর্যন্ত কোনো বাড়িতে বা দুনিয়াতে আসতে পারবে না। এটি মানুষের ভুল ধারণা। পাপী লোকদের রূহ বা আত্মা সিজ্জীন নামক যায়গায় অবস্থান করবে। আর ঈমানদার মানুষের আত্মা ইল্লিয়্যীন নামক জায়গায় অবস্থান করবে। আল্লাহ তাআলা বলেন, ‘কখনোই নয়, অপরাধীদের আমলনামা সিজ্জীনে রয়েছে’ (মুতাফফিফীন, ৮৩/৮)। আর ঈমানদারের আমলনামা রয়েছে ইল্লিয়্যীনে’ (মুতাফফিফীন, ৮৩/২০)। যাদের সৎকাজের পাল্লা ভারী হবে, তারাই হবে সফলকাম। আর যাদের পাল্লা হালকা হবে তারাই ওরা যারা নিজেদের ক্ষতি সাধন করেছে, জাহান্নামে তারা চিরস্থায়ী হবে’ (আল-মুমিনূন, ২৩/১০২-১০৩)। এই দুই আয়াত প্রমাণ করে যে, আত্মা কোনো বাড়িতে বা দুনিয়ায় আসবে না। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন মারা যায় (কবরে) তাকে সকাল-সন্ধ্যায় তার (ভবিষ্যৎ) অবস্থান দেখানো হয়। যদি সে জান্নাতী হয়, তার অবস্থান জান্নাত। আর যদি জাহান্নামী হয় তবে তার অবস্হান জাহান্নামে দেখানো হয়। আর তাকে বলা হয় এটাই তোমার প্রকৃত অবস্হান। অতঃপর ক্বিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাকে উঠিয়ে সেখানে প্রেরণ করবেন’ (বুখারী, হা/১৩৭৯ মুসলিম, হা/২৮৬৬ মিশকাত, হা/১২৭)। উপরের আয়াত ও হাদীছ দ্বারা বুঝা যায় যে, আত্মা দুনিয়াতে ফেরত আসে না। বরং এটি মানুষের ভুল ধারনা।
প্রশ্নকারী : মো. সোহেল রানা
জয়পুরহাট।