কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২): নতুন বাড়ি যেখানে এখনও মানুষ বসবাস করতে শুরু করেনি। লোকে বলে যে, রাতের বেলায় আলো জ্বালিয়ে রাখতে হবে তা নাহলে জিনে বাসা বাঁধবে। জিনতাড়ানোর জন্য আলো জ্বালিয়ে রাখা কি ঠিক হবে?

উত্তর : এগুলো সামাজিক কুসংস্কার মাত্র, যেগুলো থেকে অবশ্যই বিরত থাকতে হবে। তবে যদি বাড়িতে আসার পরে জিনের দ্বারা কোনো সমস্যা হয়, তাহলে সেই বাড়িতে নিয়মিতভাবে কুরআন তেলাওয়াত করবে, বিশেষভাবে সূরা আল-বাকারা পাঠ করবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের ঘরসমূহকে কবর সদৃশ করে রেখ না। আর যে ঘরে সূরা আল-বাকারা পাঠ করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়’ (ছহীহ মুসলিম, হা/৭৮০)।

প্রশ্নকারী : সিয়াম

আক্কেলপুর, জয়পুরহাট


Magazine