কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): ইসলামী ব্যাংকে Fixed Deposit বা সঞ্চয় করা কি ঠিক?

উত্তর: আমাদের দেশের ইসলামী ব্যাংকগুলো ইসলামী শরীআহ মোতাবেক চলার দাবিদার হলেও তাদের বিনিয়োগে যথাযথভাবে শরীআতের নীতিমালা মান্য করা হয় না। তাই এসব ব্যাংকে ডিপিএস, এফডিআর বা অন্য কোনো সেভিংস একাউন্টে টাকা রেখে অতিরিক্ত গ্রহণ করা যাবে না। অতিরিক্ত টাকা গ্রহণ করলে জনকল্যাণমূলক কাজে ব্যয় করে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘অথচ আল্লাহ ক্রয়-বিক্রয়কে হালাল ও সূদকে হারাম করেছেন’ (আল-বাকারা, ২/২৭৫)।

প্রশ্নকারী : তানযীম

মির্জাপুর, টাঙ্গাইল।


Magazine