কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা জায়েয হবে কি?

উত্তর: লোন যদি কোনো প্রকারের সূদের সাথে সম্পৃক্ত হয় তাহলে, সে লোন নেওয়া যাবে না। কেননা সূদ মিশ্রিত সম্পদ হারাম। আলি রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‌‌كُلُّ ‌قَرْضٍ ‌جَرَّ مَنْفَعَةً، فَهُوَ رِبًا অর্থাৎ ‘যে ঋণ কোনো উপকার (লাভ) টেনে আনে সেটাই সূদ’ (বায়হাক্বী, হা/১০৯৩৩)। আল্লাহ তাআলা বলেন, ‘মহান আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সূদকে হারাম করেছেন’ (আল-বাক্বারা, ২/২৭৫)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘কোন ব্যক্তি জেনে-শুনে এক দিরহাম সূদ গ্রহণ করলে ছত্রিশবার যেনা করার চেয়ে কঠিন পাপ হবে’ (মুসনাদে আহমাদ, হা/২২০০৭; দারাকুৎনী, হা/২৮৮০; মিশকাত হা/২৮২৫)। অন্যত্র রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সূদের পাপের ৭০টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে নিজ মাতাকে বিবাহ করা’ (অর্থাৎ মায়ের সাথে যেনা করা) (ইবনু মাজাহ, হা/২২৭৪; হাকেম, হা/২২৫৯; মিশকাত, হা/২৮২৬)।

 প্রশ্নকারী : হাবিবুর রহমান

খালিশপুর, খুলনা।

Magazine