কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : অনিচ্ছাকৃতভাবে আমার মোটর সাইকেলের নিচে চাপা পড়ে একটি মুরগি মারা গিয়েছে। এতে আমার গুনাহ হবে কি? আর এর জন্য মুরগির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে কি? যদি মুরগির মালিক পাওয়া না যায়, তাহলে করণীয় কী?

উত্তর : অনিচ্ছাকৃতভাবে গাড়িতে চাপা পড়ে কোনো প্রাণী মারা পড়লে কোনো গুনাহ হবে না এবং এর জন্য অবশ্যই মালিককে ক্ষতিপূরণও দিতে হবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘চতুষ্পদ জন্তুর আঘাত দায়মুক্ত, কূপ (খননে শ্রমিকের মৃত্যুতে মালিক) দায়মুক্ত, খনি (খননে কেউ মারা গেলে মালিক) দায়মুক্ত (ছহীহ বুখারী, হা/১৪৯৯)। তবে যদি গাড়িওয়ালা চায় অথবা মালিক দাবী করে, তাহলে ক্ষতিপূরণ দিতে পারে।

প্রশ্নকারী : নোমান আলী

নাটোর।


Magazine