কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪২) : ঋণগ্রহীতা যদি ঋণ দাতাকে খুঁজে না পায় তাহলে কিভাবে ঋণ আদায় করবে?

উত্তরপ্রথমে তার ওয়ারিছ খুঁজে বের করার জন্য সাধ্যমত চেষ্টা করবে। যদি কোনভাবেই না পাওয়া যায় তাহলে উক্ত সম্পদ তার নামে বায়তুল মাল বা অন্য কোন জনকল্যাণমূলক কাজে দান করে দিবে (আশ-শারহুল মুমতে‘ ‘উছায়মীন’, ১০/৩৮৮; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়াহ, ১১/২২৬; ইবনু তাইমিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ২৯/৩২১)। তবে, পরবর্তীতে যদি কখনো সে ব্যক্তি ফিরে আসে এবং তার পাওনা দাবী করে তাহলে, তাকে তা ফিরিয়ে দিতে হবে (লাজনা দায়েমা, ১৪/৪১)।

প্রশ্নকারী : সাব্বির আহমাদ

শ্রীমঙ্গল, মৌলভীবাজার।


Magazine