কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪): দাঁড়িয়ে পেশাব করা সম্পর্কে ইসলামের দিকনির্দেশনা কী?

উত্তর: বসে পেশাব করাই সুন্নাত (তিরমিযী, হা/১২; ইবনু মাজাহ, হা/৩০৭; নাসাঈ, হা/২৯)। তবে বাধ্যগত পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা যাবে। হুযায়ফা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা গোত্রের ময়লা আবর্জনা ফেলার স্থানে আসলেন। তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করলেন। অতঃপর পানি আনতে বললেন। আমি তাঁকে পানি এনে দিলে তিনি ওযূ করলেন (ছহীহ বুখারী, হা/২২৪; ছহীহ মুসলিম, হা/২৭৩)। 

প্রশ্নকারী :মামুন ইসলাম

রাজশাহী।


Magazine