উত্তর : না, শারঈ কোনো কারণ ছাড়া স্বামীর কথায় পিতা-মাতার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কেননা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মহাপাপের কাজ। যা করতে নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ও বলেছেন, ‘আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না’ (ছহীহ বুখারী, হা/৫৯৮৪; ছহীহ মুসলিম, হা/২৫৫৫; আবূ দাঊদ, হা/১৬৯৬; তিরমিযী, হা/১৯০৯; মিশকাত, হা/৪৯৪২)। তাছাড়া স্ত্রী কোনো পাপের কাজের ক্ষেত্রে স্বামীর নিদের্শ পালন করতে বাধ্য নয়। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক আনছারী মহিলা তার মেয়েকে বিয়ে দিলেন। কিন্তু তার মাথার চুলগুলো উঠে যেতে লাগল। এরপর সে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এসে এ ঘটনা বর্ণনা করে বলল, তার স্বামী আমাকে বলেছে আমি যেন আমার মেয়ের মাথায় কৃত্রিম চুল পরিধান করাই। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা করো না। কারণ আল্লাহ তাআলা এ ধরনের মহিলাদের ওপর লা‘নত বর্ষণ করেন, যারা মাথায় কৃত্রিম চুল পরিধান করে (ছহীহ বুখারী, হা/৫২০৫)। তবে আল্লাহর নাফরমানী না হলে এমন সময় পিতা-মাতা কষ্ট পেলেও স্বামীর কথাই মেনে চলতে হবে (তিরমিযী, হা/১১৫৯; ইবনু মাজাহ, হা/১৮৫৩; ছহীহ ইবনু হিব্বান, হা/৪১৬১; মিশকাত, হা/৩২৫৫)।
প্রশ্নকারী : তামান্না
মিরপুর, ঢাকা।