উত্তর : অসুস্থ্ ব্যক্তির দুইটি অবস্থা হতে পারে- ১. অসুস্থ্ ব্যক্তি অজ্ঞান হয়ে যাওয়া। ২. অসুস্থ্ ব্যক্তির জ্ঞান থাকা। মানুষ যতই অসুস্থ্য হোক না কেন যদি তার জ্ঞান থাকে তাহলে ছালাতের সময় হলে অবশ্যই তাকে ছালাত আদায় করতে হবে। নিজে ওযূ করতে অক্ষম হলে অন্যের সাহায্যে ওযূ করে ছালাত আদায় করবে। পানি স্পর্শে সমস্যা হলে তায়াম্মুম করে ছালাত আদায় করবে। দাঁড়িয়ে ছালাত আদায়ে অক্ষম হলে যেভাবে সুবিধা সেভাবে ছালাত আদায় করবে। ইমরান ইবনু হুসাইন রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অর্শরোগ ছিল। তাই রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে ছালাত সম্পর্কে প্রশ্ন করলাম, তিনি বললেন, দাঁড়িয়ে ছালাত আদায় করবে, তাতে সমর্থ না হলে বসে; যদি তাতেও সক্ষম না হও তাহলে কাত হয়ে শুয়ে’ (ছহীহ বুখারী, হা/১১১৭)। বিশিষ্ট তাবেঈ আতা রাহিমাহুল্লাহ বলেন, কিবলার দিকে মুখ করতে অক্ষম ব্যক্তি যে দিকে সম্ভব সে দিক মুখ করে সালাত আদায় করবে (ছহীহ বুখারী, অধ্যায়-১৯)। সুতরাং অসুস্থ্য ব্যক্তিকে ছালাত আদায় করাতে সকল প্রকার সহযোগিতা করা একান্ত কর্তব্য। আর যদি অজ্ঞান হয় তাহলে তার জন্য ছালাতের বিধান প্রযোজ্য নয় (তিরমিযী, হা/১৪২৩; আবূ দাঊদ, হা/৪৪০৩; মিশকাত, হা/৩২৮৭)। উল্লেখ্য যে, কেউ ছালাত আদায় না করে মারা গেলে তার পক্ষ থেকে কাফফারার কোনো বিধান নেই।
প্রশ্নকারী : কামরুজ্জামান
বুড়িচং, কুমিল্লা।