উত্তর : না, পূর্ব চুক্তি ছাড়াই ঋণ পরিশোধের সময় অতিরিক্ত কিছু অর্থ দিলে তা সূদ বলে গণ্য হবে না। বরং এমনটি করা ভালো কাজ। আবূ রাফে রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির থেকে একটি উটের বাচ্চা ধার নেন। এরপর তার নিকট ছাদাকার উট আসে। তিনি আবূ রাফে রযিয়াল্লাহু আনহু-কে সে ব্যক্তির উটের ধার শোধ করার আদেশ দান করেন। আবূ রাফে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফিরে এসে জানালেন যে, ছাদাকার উটের মধ্যে আমি সেরূপ দেখছি না, তার চেয়ে উৎকৃষ্ট উট আছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘ওটাই তাকে দিয়ে দাও। কেননা সে ব্যক্তিই উত্তম যে ধার পরিশোধে উত্তম’ (ছহীহ মুসলিম, হা/১৬০০)।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।