কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৯) : জোর করে দান গ্রহণ করা বা নেওয়া যাবে কি?

উত্তর : দান করার ব্যাপারে আল্লাহ তাআলা ও তাঁর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা কখনোই যথার্থ নেকী অর্জন করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় না করবে’ (আলে ইমরান, ৩/৯২)। আবূ তালহা রযিয়াল্লাহু আনহু তার প্রিয় ‘বাইরুহা’ বাগানটি আল্লাহর পথে দান করলেন, তখন আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘনিষ্ট আত্মীয় ও চাচাতো ভাইদের মাঝে বিতরণ করতে বললেন। ফলে তিনি তাই করেছিলেন (ছহীহ বুখারী, হা/১৪৬১)। হাদীছে কুদসীতে আল্লাহ তাআলা বলেন, ‘হে আদম সন্তান! তুমি ব্যয় করো, আমি (কিয়ামতের দিন) তোমার সহযোগিতা করব (ছহীহ বুখারী, হা/৫৩৫২)। উল্লিখিত আয়াত ও হাদীছের দ্বারা প্রতীয়মান হয় যে, দান অবশ্যই করতে হবে। তবে তা জোর জবরদস্তি করে নয় বরং উৎসাহ দানের মাধ্যমে নিতে হবে এবং তা যেন যুলুম না হয়।

প্রশ্নকারী : জাহিদ

নওদাপাড়া, রাজশাহী।


Magazine