উত্তর: মুযদালিফায় যে কাজগুলো করা নিষেধ তার মধ্যে রয়েছে- আরাফা হতে মুযদালিফায় দৌড়ঝাপ করে আসা, মুযদালিফায় রাত যাপনের জন্য বিশেষ গোসল করা, সেখানে বিশেষ দুআ ও অযীফা পাঠ করা, সেখানে পৌঁছে মাগরিব ও এশার ছালাত আদায় না করে তাড়াহুড়া করে পাথর সংগ্রহ করা, মাগরিব ও এশার সুন্নাত ছালাত আদায় করা, মুযদালিফার রাতে না ঘুমিয়ে জেগে ইবাদত করা বা গুল্পগুজব করা (দেখুন, তুবা পাবলিকেশন থেকে প্রকাশিত ‘হজ্জ ও উমরা’ বই, ১০৮ পৃষ্টা)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।