উত্তর : চল্লিশার অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। কারণ চল্লিশার অনুষ্ঠান দুই কারণে করা না জায়েয ১. নির্দিষ্ট দিনে পালন করার কারণে শিরকের মধ্যে গণ্য হবে। ২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম, তাবেঈ ও তাবে-তাবেঈদের যুগে ছিল না, বিধায় তা শরী‘আতে নব আবিষ্কৃত বিষয় তথা বিদ‘আত বলে গণ্য হবে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যার প্রতি আমার নির্দেশ নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮; আবুদাঊদ, হা/৪৬০৬; ইবনু মাজাহ, হা/১৪)। এমনকি এ সমস্ত কাজে সহযোগিতা করা, সেখানে খাওয়া-দাওয়াসহ কোন কিছুই করা যাবে না। মহান আল্লাহ বলেন, ‘তোমরা কল্যাণ ও তাক্বওয়ার কাজে পরষ্পরকে সহযোগিতা কর এবং পাপ ও সীমালংঘনের কাজে পরষ্পরকে সহযোগিতা কর না’ (মায়েদাহ, ২)।
প্রশ্নকারী : কামাল
যশোর।
