কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪): মসজিদের পাশে খ্রিষ্টানদের পরিচালিত মানবিক এনজিও ‘ওয়ার্ল্ড ভিশন’ সংস্থা একটি পানির ট্যাংক স্থাপন করেছে। এর পানি দিয়ে ওযূ করা যাবে কি না?

উত্তর: জি, এর পানি দিয়ে ওযূ করা যাবে। এতে কোনো সমস্যা নেই। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে ইয়াহূদী খ্রিষ্টানদের খাদ্য খেয়েছেন, পাত্র ব্যবহার করেছেন এবং তাদের উপহার গ্রহণ করেছেন। ইমরান বিন হুসাইন রাযিয়াল্লাহু আনহু থেকে বৰ্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর ছাহাবীগণ জনৈকা মুশরিকা (বেদ্বীন) মহিলার চামড়ার তৈরি পাত্রে পানি নিয়ে ওযূ করেছিলেন (ছহীহ বুখারী, হা/২৪৪; ছহীহ মুসলিম, হা/৬৮২)। অনুরূপভাবে একজন ইয়াহূদী ছেলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যবের রুটি এবং বাসি চর্বির দাওয়াতে আহ্বান করলে তিনি সাড়া দিলেন এবং তা খেলেন (ইরওয়াউল গালীল, ১/৭১)।
প্রশ্নকার : তালুকদার জাহিদুল ইসলাম জিহাদী
কবি জসীমউদ্দীন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।


Magazine