উত্তর: ওযূ শুরু করতে হবে বিসমিল্লাহ বলে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ওযূর সময় বিসমিল্লাহ বলে না, তার ওযূ নেই’ (তিরমিযী, হা/২৫)। আর ওযূর শেষে বলবে, أَشْهَدُ أَنْ لاَّ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি উত্তম ও পূর্ণরূপে ওযূ করে এ দু‘আ পড়বে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা সে জান্নাতে প্রবেশ করতে পারবে (ছহীহ মুসলিম, হা/২৩৪)। এছাড়া এ দু‘আও বলতে পারে سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/৬০২৩; মাওকূফ ছহীহ)। তাছাড়া এ দু‘আও বলতে পারে اَللّهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ، وَاجْعَلْنِيْ مِنَ الْمُتَطَهِّرِيْنَ (তিরমিযী, হা/৫৫; ইরওয়াউল গালীল, ১/১৩৫)। ওযূর পর উক্ত দু‘আগুলো পড়া সুন্নাত।
প্রশ্নকারী: সাকিব আহমাদ