উত্তর : না, যাবে না। কেননা একজন কুরআন পড়বে আর আরেকজনের নামে বখশিয়ে দিবে এমন আমল রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাহাবায়ে কেরাম ও তাবেঈগণ থেকে প্রমাণিত নয়। অতএব এটি বিদ‘আত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যার উপর আমার নির্দেশ নেই সেটি প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
প্রশ্নকারী : সিরাজুল ইসলাম
চাপাই নবাবগঞ্জ।