কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : আমরা জানি, প্রত্যেক ফরয ছালাতের পর ‘আয়াতুল কুরসী’ পড়তে হয়।কিন্তু আমার প্রশ্ন হলো, নফল বা সুন্নাত ছালাতের পরও আয়াতুল কুরসী পড়লেবিদআত হবে কি?

উত্তর : ফরয ছালাত ছাড়াও নফল ও সুন্নাত ছালাত পরেও আয়াতুল কুরসী পাঠ করা যাবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি প্রতি ছালাত শেষে আয়াতুল কুরসী পড়বে তাকে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই জান্নাতে প্রবেশে বাধা দিতে পারে না’ (ছহীহুল জামে, হা/৬৪৬৪)। অত্র হাদীছে প্রত্যেক ছালাত পরেই আয়াতুল কুরসী পাঠ করার কথা বলা হয়েছে, যা ফরযসহ নফল ও সুন্নাত ছালাতকেও অন্তর্ভুক্ত করে।

প্রশ্নকারী : মোসা. মানসুরা খাতুন

শিবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জ


Magazine