কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : বাবার দুইটি ছেলে একটি মেয়ে। বড় ছেলে বাবার অসম্মতিতে পালিয়ে বিয়ে করায়বাবা ছোট ছেলে ও মেয়েকে সকল সম্পত্তি লিখে দিয়েছে। বাবা কী কাজটি ঠিক করেছে? এর জন্য বাবা কি দায়বদ্ধ থাকবে?

উত্তর : বাবার সম্পত্তিতে সকল সন্তানের অধিকার রয়েছে। এই অধিকার বাবার মৃত্যুর পর সন্তানরা মীরাছ হিসাবে অংশহারে পেয়ে থাকে। তবে তিনটি কারণে ব্যক্তি তার মীরাছের অধিকার থেকে বঞ্চিত হয়- ১. দাসত্ব ২. হত্যা ৩. দ্বীনের ভিন্নতা । এই মর্মে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মুসলিম কাফেরের উত্তরাধিকারী হয় না। আর কাফের মুসলিমের উত্তরাধিকারী হয় না’ (ছহীহ বুখারী, হা/৬৭৬৪)। অন্যত্র বলেন, ‘হত্যাকারী উত্তরাধিকারী পায় না’ (আবূ দাউদ, হা/৪৫৬৪)। এই তিন কারণ ব্যতীত কাওকো তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা যুলুম। আর যদি জীবদ্দশায় লিখে দিতে চায় তবুও ন্যায় সংগতভাবে শরীয়ত নির্ধারিত উত্তরাধিকার বণ্টন নীতিমালা অনুসারে সম্পদ বণ্টন করা আবশ্যক। নু’মান ইবনু বাশীর রাযিয়াল্লাহু আনহু-এর পিতা তার জীবদ্দশায় তাকে একটি গোলাম প্রদান করলেন, অতঃপর নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম–এর নিকট তাঁকে এই বিষয়ে সাক্ষী করতে আসলেন, তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর পিতাকে বললেন, أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا » . قَالَ لاَ . قَالَ فَاتَّقُوا اللَّهَ ، وَاعْدِلُوا بَيْنَ أَوْلاَدِكُمْ অর্থাৎ ‘তুমি কি তোমার সকল সন্তানকে অনুরূপভাবে সম্পদ দিয়েছ?’ তার পিতা বললেন, না; রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘আল্লাহকে ভয় করো, সন্তানদের মাঝে ইনসাফ করো’ নু’মান রাযিয়াল্লাহু আনহু বলেন, এরপর তিনি ফিরে এসে তার দান প্রত্যাহার করলেন। (ছহীহ বুখারী, হা/২৫৮৭; মিশকাত, হা/৩০১৯)। বাবা-মায়ের সম্মতিসহ বিবাহ করা ভালো। তবে ছেলে সন্তানের জন্য বাবার সম্মতি জরুরী নয়। সুতরাং ছেলে সন্তান বাবার অসম্মতিতে বিয়ে করার কারণে তাকে সম্পদ হতে বঞ্চিত করা শরীয়া সম্মত হয়নি। তাই এর জন্য বাবা দায়বদ্ধ থাকবে। বাবার উচিত পূণরায় সন্তানদের মাঝে ন্যায়-সঙ্গত বণ্টন বাস্তবায়ন করা।

-হাবিব

চিরির বন্দর, দিনাজপুর।


Magazine