কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : টেলিভিশন ঠিক করে যে টাকা নেয় সেটা কি হালাল নাকি হারাম। কারণ সেই টেলিভিশন দিয়ে হয়তো অনেকে খারাপ ভিডিও দেখে।

উত্তর : টেলিভিশন ঠিক করে উপার্জন করা জায়েয হওয়াতে সন্দেহ রয়েছে। কেননা সাধারণত তার ব্যবহার মাধ্যম অবৈধ লক্ষ করা যায়। কেননা তাতে অশ্লীল কর্মকাণ্ড, গান-বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে যা সম্পূর্ণভাবে হারাম। তবে টেলিভিশন এমন একটি যন্ত্র যা কল্যাণকর কাজেও ব্যবহার করা যায়। দ্বীন সম্পর্কে জানা, বক্তব্য শোনা ইত্যাদি। কাজেই তাকে ভালো কাজের মাধ্যমও বলা যায়। সুতরাং এটি যদি কল্যাণের উদ্দেশ্যে মেরামত করে থাকে তাহলে তাতে নেকী পাবে। আল্লাহ তাআলা বলেন, ‘নেক কাজ ও তাক্বওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে। এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাক্বওয়া অবলম্বন করো। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে কঠোর’ (আল-মায়েদা, ৫/২)।

প্রশ্নকারী :  মো. সাদ্দাম হোসেন

ত্রিশাল, ময়মনসিংহ।


Magazine