কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪) :আমি একটি সরকারী স্কুলে শিক্ষকতা করি। আমাদের মতো শিক্ষকদেরকে বাধ্যগতভাবে বিভিন্ন দিবস উদযাপন করতে হয়। এখন আমার প্রশ্ন হলো, জেনে শুনে চাকরির জন্য এমন দিবস পালন করা জায়েয কি?

উত্তরইসলামে এমন দিবস পালনের করা জয়েয নয়। বরং এগুলো হলো বিজাতীয় কুসংস্কার, যা ইসলামে নিষিদ্ধ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে (আবূ দাউদ, হা/৪০৩১, ছহীহুল জামে, হা/৬১৪৯)। সুতরাং অবশ্যই এই দিবস পালণ করা বর্জন করতে হবে। প্রয়োজনে রিযিকের অন্য পথ তালাশ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার উত্তরোনের পথ বের করে দেন। আর তাকে ধারণাতীত স্থান থেকে রিযিক দান করেন (আত তালাক, ৬৫/২-৩)। সুতরাং আল্লাহর ওপর ভরসা রেখে এই ধরনের দিবস পালন করা থেকে দূরে থাকতে হবে।

প্রশ্নকারী :  ইজাজুল

যশোর।


Magazine