উত্তর : আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নিকটে ঈমান হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি ও অঙ্গ-প্রতঙ্গ দিয়ে আমল করার নাম। এই সংজ্ঞার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে কাজে বাস্তবায়ন। সুতরাং যাদের অন্তরে ঈমান আছে কিন্তু কাজে বাস্তবায়ন করে না তারা পূর্ণ ঈমানদার নয়। তারা যদি কোনো গুনাহ করে এবং তওবা না করে বা মহান আল্লাহ ক্ষমা না করেন তাহলে অবশ্যই তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। তবে যতক্ষণ তাদের অন্তরে ঈমান আছে এবং মুখে স্বীকৃতি দিচ্ছে ততক্ষণ তারা চিরস্থায়ী জাহান্নামী হবে না। জাহান্নামে গেলেও মহান আল্লাহর দয়ায় প্রাপ্য শাস্তি শেষ হলে তারা জাহন্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে। সুতরাং প্রথমত আমরা আমল করব যেন সরাসরি জান্নাতে যেতে পারি। একদিনও এক সেকেন্ডের জন্যও জাহান্নামে যেতে না হয়। কেননা জাহান্নামের শাস্তি এত ভয়াবহ যে তার এক সেকেন্ড সহ্য করাও কল্পনার চেয়ে ভয়ংকর। দ্বিতীয়ত যারা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে তাদেরকে জান্নাতে জাহান্নামীয়ূন নামে পরিচিত করানো হবে যা কখনোই তাদের মতো সম্মানিত নয় যারা প্রথম থেকেই জান্নাতে আছে। তৃতীয়ত জান্নাতের অনেক স্তর রয়েছে যা আমলের মাধ্যমেই নির্ধারিত হবে। তথা যে যত আমল করবে গুনাহ থেকে বিরত থাকবে সে তত উঁচু জান্নাত পাবে। সুতরাং ইসলামে আমলের গুরুত্ব সীমাহীন ও অপরিসীম।
প্রশ্নকারী : রুবেল ইসলাম
দিনাজপুর।