উত্তর: হজ্জ ও উমরাতে মুহরিম ব্যক্তি, সে পুরুষ হোক অথবা নারী হোক তার জন্য ইহরাম অবস্থায় পোশাক পরিবর্তন করে অন্য পোশাক পরিধান করাতে কোনো সমস্যা নেই। যদি দ্বিতীয় পোশাকটি মুহরিম ব্যক্তির জন্য পরিধান করা জায়েয হয় (মাজমূ ফাতাওয়া ইবনু উছায়মীন, ২৪/৪০০)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।