উত্তর: মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে ঈদের মাঠে যেতে আদেশ করেছেন। উম্মু আতিয়্যাহ রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঋতুমতী এবং পর্দানশীন নারীদের বের করে আনার আদেশ দিয়েছেন, যাতে তারা মুসলিমদের জামাআত ও দুআয় অংশগ্রহণ করতে পারে। অবশ্য ঋতুমতী নারীগণ ছালাতের জায়গা হতে দূরে অবস্থান করবে। এক মহিলা বললেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কারো কারো ওড়না নেই। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তার সাথীর উচিত তাকে নিজের ওড়না পরিয়ে দেওয়া’ (ছহীহ বুখারী, হা/৩৫১; ছহীহ মুসলিম, হা/৮৯০)। আর মহিলারা নফল ছালাতসহ পাঁচ ওয়াক্ত ফরয ছালাতের ইমামতি করতে পারলেও ঈদের ছালাত ও জুমআর ছালাতে ইমামতি করতে পারবে না। কেননা তাতে খুৎবা আছে। আর মহিলাদের জন্য খুৎবা দেওয়া জায়েয নয়। শরীআতে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে কেউ এমন কোনো আমল করল, যাতে আমাদের নির্দেশনা নেই তা প্রত্যাখ্যাত (ছহীহ মুসলিম, হা/১৭১৮)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।