উত্তর: পাপ কাজে সহযোগিতা করা হারাম। মাহান আল্লাহ বলেন, ‘তোমরা পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। পাপকাজে প্ররোচনাকারী ব্যক্তি ডবল পাপের ভাগীদার হবে। মুনযিন ইবনু জারির তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি একটি সুন্নাত চালু করল অতঃপর সে সুন্নাতের উপর আমল করা হবে, তাহলে সে এর নেকী পাবে আর যারা সে সুন্নাতের উপর আমল করবে তাদের সমপরিমাণ নেকী সে পাবে। তাদের নেকী থেকে কোনো নেকী কমানো হবে না। আর যে ব্যক্তি একটি পাপের কাজ চালু করল অতঃপর তার উপর আমল করা হলো, তাহলে এ পাপের বোঝা তার উপর বর্তাবে আর পরবর্তীতে যারা এ পাপ কাজ করবে তাদের পাপের বোঝাও তার উপর বর্তাবে। আর তাদের পাপ থেকে কোনো পাপ কমানো হবে না’ (ইবনু মাজাহ, হা/২০৭; মুসনাদে আহমাদ, হা/১৯২২৫)।
প্রশ্নকারী : মাহমুদুল হক
ঢাকা।